top of page

//সে ,আমি ও বাঁশিকাকা// 

প্ৰণব ঘোষ।  

শীতের আলপথ ধরে খুউব ভোরে সে আমি কুয়াশা ঠেলে চলতাম। দু পাশে জমাট সর্ষে ভূঁই হলুদ জামা গায়ে শুয়ে থাকতো বড় আলস্যে। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যেতাম খেঁজুর গাছ তলায়। বাঁশিকাকা  খেজুর রসের হাঁড়ি নামিয়েছে সবে। বলত কি দাদাবাবু রস খাবেতো। আমি বলতাম হ্যাঁ আমাদের দুজনকেই দাও । বাঁশিকাকা  অবাক হয়ে  বলতো, আর একজন কে ?  সে হেসে কুটি কুটি হতো। আমি  আমার সে'র  হাতটা টেনে ধরে বলতাম, বৌমনিকে দেখতে পাচ্ছ না? বাঁশিকাকা  কিছু না বলে  রসের কলসি কাঁধে তুলে হন হন করে কুয়াশায় মিলিয়ে যেত। আর সে, আমি দুজনেই বাঁশিকাকার পিছন পিছন কুয়াশার মধ্যে তিরতিরে কুয়াশা হয়ে যেতাম। 

সংযোগসূত্র সার্ভে টিম

ফিল্ড ইন্সট্রাক্টরঃ বৈদ্যনাথ সেনগুপ্ত

ফিল্ডবুক রাইটারঃ সমীর ভট্টাচার্য

ফিল্ড সুপারভাইজারঃ রামচন্দ্র ঘোষ ও আশীষ সরকার

bottom of page